বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার কুরআন শিক্ষার জনক আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ সেলিম সাহেবের প্রতিষ্ঠান সালিম প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে বাংলা তরজমাসহ কালার কোড কুরআন। সহীহ্ তালীমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ সেলিম সাহেব দির্ঘ ৩ বছরের প্রায় ৩০ জন দেশ বরেণ্য ও আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও হাফেজগণের সমন্বয়ে উক্ত বাংলা তরজমাসহ কালার কোড কুরআনটির তরজমা সম্পন্ন করেছেন।
বাংলা তরজমার সংক্ষিপ্ত ইতিহাস:
বাজারে অনেক ধরনের বাংলা অনুবাদ করা কুরআন রয়েছে যেগুলো অনেক আগের সংষ্করণ বা ছাপানো। বেশির ভাগ কুরআনই আরবি থেকে সরাসরি বাংলায় অনুবাদ করা হয়নি। এগুলো করা হয়েছে উর্দূ থেকে বাংলা তরজমা। অর্থাৎ আগের সময় তথা ভারতবর্ষের মুসলিমগণ উর্দূ ভাষাভাষিতে পারদর্শি ছিলো এবং বড় বড় আলেম-ওলামাগন ছিলো পাকিস্তানি বংশভুত এবং আরবি ভাষায় বিশেষ পান্ডিত্য লাভ করার কারনে তারা আরবি থেকে উর্দূতে অনুবাদ করেছিলেন। তখনকার সময় থেকেই আরবি ভাষার উর্দূ তরজমা পড়া হতো। পরবর্তীতে উর্দূকে আবার বাংলায় অনুবাদ করা হয়েছে। যার ফলে সরাসরি আরবি থেকে বাংলা তরজমাতে আসেনি। পরবর্তীতে বাংলা ভাষাভাষি বড় বড় আলেমগণ আরবি নিয়ে ব্যপক গবেষণা শুরু করেন এবং আরবি ভাষার সরাসরি বাংলা তরজমা নিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় যুগের পরিবর্তনে ব্যপকভাবে আরবি ভাষার সরাসরি বাংলা সরল অনুবাদ সম্পাদিত হতে থাকে। বর্তমানে বাংলাদেশে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও হাফেজগণ বিভিন্ন সময়ে বিভিন্ন আরবি গ্রন্থ তথা মহাগ্রন্থ আলকুরআনুল কারিম, বিভিন্ন হাদিস ও আরবদের লেখা বই পুস্তকগুলো আরবি থেকে সরাসরি বাংলাতে অনুবাদ করছেন। তারই ধারাবাহিকতায় দির্ঘ ৩ বছর সময় দিয়ে ৩০ জনের বেশি আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কুরআনের হাফেজ, মাওলানাগণ এই বাংলা তরজমাসহ কালার কোড কুরআন এর উপর কাজ করেছেন:
এই কুরআন পড়ার সুবিধা:
অনেকেই আছেন কুরআন পড়ার পাশাপাশি আল্লাহ্ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআনের আমাদের জন্য কি বার্তা দিয়েছেন এবং জীবন পরিচালনায় কুরআন কে কিভাবে কাজে লাগানো নির্দেশ দিয়েছেন তা জানতে চান বা বুঝতে চান। তাদের জন্য বাংলা তরজমাসহ কালার কোড কুরআনটি হবে একটি বেস্ট চয়েজ। কেননা এই কুরআনটি সর্বশেষ, আধুনিক বাংলা, সরাসরি আরবি থেকে বাংলা ভাষায় অনুবাদ করা। এতে রয়েছে প্রতিটি আয়াতের পাশাপাশি তার বাংলা অর্থ। যাতে সবার বুঝতে সুবিধা হয়। এছাড়াও রয়েছে প্রতিটি সূরার শানেনূযুল, অর্থাৎ সূরাটি অবতীর্ণ হওয়ার সময় কাল ও কোন বিষয়ের উপর অবতীর্ণ হয়েছে তার বিস্তারিত। বিভিন্ন গুরুত্বপর্ণ আয়াতে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং রয়েছে টিকা।
প্রতিটি আয়াতে তাজউয়ীদের কালার করা হয়েছে। যারা তাজউয়ীদ বোঝোন না তাদের জন্য লিখে একটু সহজ করে দেই। তাজউয়ীদ হচ্ছে কুরআন মাজিদ সুন্দর ও সহীহ্ ভাবে পড়ার নিয়মকে বলে। তাজউয়ীদ জানা খুবই জরুরী। যেমন কুরআন মাজিদের কোন আয়াতে কোথায় কি পরিমান টেনে পড়তে হবে এটা হচ্ছে একটা তাজউয়ীদের নিয়মের মধ্যে পড়ে। যেমন কোথাও ১ আলিফ পরিমান টেনে পড়তে হয়, কোথাও ৩ আলিফ পরিমান টেনে পড়তে হয় কোথাও ৪ আলিফ পরিমান টেটে পড়তে হবে এবং কোথাও কোন টান হবে না অর্থাৎ স্বাভাবিক ভাবে পড়তে হবে। এছাড়াও কুরআন মাজিদের কোন আয়াতের কোথায় গুন্নাহ বা নাকের মধ্যে গুন গুন আওয়া করে পড়তে হবে এবং কোথায় ক্বলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে এই সব নিয়ম কানুনই হচ্ছে তাজউয়ীদ।
এই বাংলা তরজমাসহ কালার কোড কুরআনে তাজউয়ীদের কালার করা হয়েছে এতে করে একজন সাধারন পাঠক (যে হাফেজ বা আলেম নয়) তারা এই কালার দিয়ে অতি সহজেই বুঝে যাবে যে এখানে কি টানতে হবে না গুন্নাহ করতে হবে নাকি ক্বলকলা করে পড়তে হবে। এজন্য তাজউয়দের নিয়ম মুখস্ত রাখার প্রয়োজন হবে না। তবে কেউ যদি মুখস্ত করেন তাহলে তার জন্য ভালো।
বাংলা কুরআনের ফন্ট ও পৃষ্ঠা ও ধরন:
বাংলা তরজমাসহ কালার কোড কুরআনটি অত্যান্ত সুন্দরভাবে বড় বড় অক্ষরে ছাপানো হয়েছে যাতে সব বয়সের মানুষ স্বাভাবিক ভাবেই আরবি এবং বাংলা পড়তে পারে এবং বুঝতে পারে। ৮০ গ্রাম অপসেট পেপারে এই কুরআনটি ছাপানো হয়েছে। ঝক ঝকে চার কালারের ছাপা, দেখতে যেমন সুন্দর পড়তেও ভালো লাগবে। কুরআনের ফন্টও আধুনিক এবং সুন্দর করা হয়েছে যাতে সব বয়সি মানুষ সহজেই বুঝে বুঝে পড়তে পারে।
কুরআনটি ১ খন্ডে এবং ৩০ খন্ডে ছাপানো হয়েছে। অর্থাৎ ১ খন্ডে ৩০ পারা এবং আরেকটি হচ্ছে ৩০ খন্ডে ৩০ পারা। যারা যাচ্ছেন যে একত্রে কুরআনটি বেশি ওজন হয়ে যায় বা কুরআনটি নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণরত অবস্থায় বহন করতে সমস্যা হয় সেক্ষেত্রে ৩০ খন্ডে ৩০ পারা যেটা সেটি সংগ্রহ করতে পারেন এতে আপনি যে পারা পড়তেছেন শুধু সেই পারা বাহির করে সহজেই বহন করতে পারবেন। এতে কুরআনের হক আদায়ে ও বুঝে বুঝে পড়তে আরো ভালো লাগবে।
কোরআন শরীফ বাংলা অর্থসহ
বাংলা তরজমাসহ কালার কোড কুরআনটি পিডিএফ আকারে আপনি সংগ্রহ করতে পারে। অনেকে আছেন দুর প্রবাসে থাকেন বা ঘরে বাহিরেও অবসর সময়ে কুরআন পড়তে চান। তাদের জন্য পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। অথবা আপনি চাইলে আমাদের এখানেও নিয়মিত ঢুকে বাংলা তরজমাসহ কালার কোড কুরআন পড়তে পারবেন।
Esho Quran Shikhi
বাংলা তরজমাসহ কালার কোড কুরআন pdf
পিডিএফ কপি সংগ্রহ করতে যোগাযো করুন: +8801919195325 নাম্বারে.